Nishat Tasnim আমরা জানি, গাছ সাধারণত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। এর জন্য তাকে সাহায্য করে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কেবল গাছেই পাওয়া যায়। মানবদেহে বা প্রাণীদেহে এই ক্লোরোফিল নেই। এখন আমরা যদি মানবদেহে বা প্রাণীদেহে ক্লোরোফিল সেল ইনজেক্ট করি তবে সেটি প্রাণীদেহে survive করতে পারবেনা। এর কারণ হচ্ছে প্রথমত প্রাণীদেহ একে ক্ষতিকর কোষ ভেবে হজম করে ফেলবে। দ্বিতীয়ত, প্রাণীদেহে nuclear encoded প্রোটিন উপাদান নেই যা ক্লোরোপ্লাস্ট কে রক্ষা করবে, তাই ক্লোরোপ্লাস্ট মানবদেহে জীবিত থাকবেনা। যার জন্য প্রাণীদেহে এখনো সালোকসংশ্লেষণ সম্ভব হয়নি।