কোনো ভাস্কুলার বান্ডলের জাইলেম বা ফ্লোয়েমের মধ্যে কোনোটি কেন্দ্রে অবস্থান করে আর অন্য কোনোটি তাকে ঘিরে রাখে, এই ধরণের ভাস্কুলার বান্ডলকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। এদের মধ্যে কোন ক্যাম্বিয়াম বলয় থাকে না বলে এরা বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। টেরিডোফাইট উদ্ভিদের মধ্যে এই ধরণের ভাস্কুলার বান্ডল দেখা যায়।