এই ধরণের ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একসাথে কোন বান্ডল তৈরি করে না। এরা আলাদা আলাদা থেকে বান্ডল গঠন করে। একটি বৃত্তে যেমন অনেক গুলো ব্যাসার্ধ থাকে, তেমনি এক একটি ব্যাসার্ধ বরাবর জাইলেম অথবা ফ্লোয়েম যখন অবস্থান করে, তখন তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। ফুল হয় এমন উদ্ভিদের মূলের অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়।