রাত্রিকালে ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল ও ভারী থাকে এবং উপরের বায়ুস্তর অপেক্ষাকৃত গরম ও হাল্কা থাকে। এইজন্য ভূ-পৃষ্ঠের কোন শব্দ যতই উপরে উঠিতে থাকে ততই ক্রমশঃ ভারী বায়ুস্তর হইতে হাল্কা বায়ুস্তরে প্রবেশ করে এবং প্রতিসরণের সূত্র অনুসারে ক্রমশঃ নিচের দিকে বাঁকিয়া যায়। এইভাবে এক সময় উপরের কোন এক বায়ুস্তরে শব্দ প্রতিসৃত না হইয়া সম্পূর্ণ প্রতিফলিত হইয়া ভূ-পৃষ্ঠে ফিরিয়া আসে। এই কারণে রাত্রি কালে দূরের শব্দ বেশি শােনা যায়।