টেলিস্কোপ, বাংলায় দূরবীক্ষণ (দূরবীণ গোত্রের হলেও এর ক্ষমতা ব্যাপক হওয়ায় নামটাও ব্যতিক্রম, তবে দূরবীণ আর দূরবীক্ষণ – বিষয়টা একই), বলতে বোঝায় উত্তল-অবতল কাঁচের সম্মিলনে তৈরি করা একটা ফাঁপা চোঙ, যার এই দুপ্রকার কাচের কারণে দূরের জিনিস খুব কাছে দেখা যায়। আমরা জানি, কোনো বস্তুর আলো এসে যদি আমাদের চোখে পড়ে, তাহলে আমরা সেটা দেখি— এই সূত্রকে কাজে লাগিয়ে যে বস্তুটা আমরা দেখতে চাচ্ছি, তার আলোটাকে উত্তল আর অবতল লেন্সের ভিতর দিয়ে পার করে যদি আমাদের চোখে ফেলা যায়, তাহলে দেখা যায়, বস্তুটাকে তার দূরত্বের চেয়ে অনেক কাছে দেখা যায়। এই সূত্রে কাজ করে যেসব টেলিস্কোপ, সেগুলোকে বলে প্রতিসরণ টেলিস্কোপ (Refracting Telescope), কেননা এগুলোতে আলোর প্রতিসরণের সূত্র কার্যকর হয় বলে এমন দূর পর্যন্ত দেখা যায়। এই একই প্রক্রিয়ায় কাজ করে দূরবীণও। তবে দূরবীণের উত্তল-অবতল কাচের চেয়েও বেশি দামি উত্তল-অবতল কাচ দিয়ে দূরবীক্ষণ তৈরি হয় বলে এর দাম যেমন বেশি, এর ক্ষমতাও তেমনি বেশি।