বড় বড় গোল দুটো চোখ, নরম তুলতুলে শরীর আর প্রখর দৃষ্টিশক্তির অধিকারী নিশাচর প্রাণী পেঁচা। পেঁচার আশ্চর্যজনক একটা বৈশিষ্ট্য আছে, তা হলো এটি তার মাথা প্রায় পুরোটাই বৃত্তাকারে ঘোরাতে পারে। আমেরিকান বিজ্ঞানীদের মতে, পেঁচা তার গায়ের নরম কিছু হাড় ও নালীগুলোর কারণেই মাথা পুরোটা ঘোরাতে পারে। এ হাড় ও নালীগুলোই তার মাথার রক্ত চলাচল স্বাভাবিক রাখে যখন সে মাথাটা ২৭০ ডিগ্রিতে ঘোরায়।
পেঁচা এই শারীরিক বৈশিষ্টের কারণেই মাথাটা ঘুরাতে পারে আর আমরা কোন স্ট্রোক করে মরে পড়ে থাকা পেঁচা দেখতে পাইনা যদিও তারা মাথাটা পুরোটা ঘোরাতে পারে। অনেক পাখিরই ঘাড় অনেক নরম থাকে কিন্তু পেঁচার ঘাড় একটু বেশীই নরম। মজার ব্যাপার হলো, তারা মাথা পুরোটা ঘোরানোর সময় তাদের চোখের দৃষ্টি বিন্দুমাত্র কাঁপেনা বা পলক পড়েনা। আর পেঁচার ঘাড়ের হাড় ১৪টা যেখানে মানুষের হাড় সাতটি।
তথ্যসূত্র : বাংলা নিউজ ২৪