মানচিত্রে যেসকল উপাদান থাকে সেগুলো হলোঃ
১.মূল মানচিত্র, ২.স্কেল,৩.অভিক্ষেপ, ৪.উত্তর অবস্থান কাগজের উপরের দিকে থাকবে,৫.উত্তর দিক নির্দেশক থাকতে হবে,৬.সূচক থাকবে,৭.মানচিত্রের চারিদিকে কাগজের ০.৫ ইঞ্চি হতে ১ ভিতরে বর্ডার লাইন থাকতে হবে,৮.হেডিং বা নামফলক দিতে হবে,৯.অক্ষাংশ এবং দ্রাঘিনাংশ চিহ্নিত থাকতে হবে,১০ বর্ডার লাইনের নিচে সূত্র দিতে হবে,১১. মূল মানচিত্রের চারিদিকে দেশ বা অবস্থান আছে তার নাম দিতে হবে।