ধান চাষের জন্য সাধারণত ১৮°-২৭° সে উত্তাপের প্রয়োজন।ধান বীজের অঙ্কুরোদগমের জন্য ১৬°সে অপেক্ষা অধিক তাপমাত্রা প্রয়োজন।চারা বৃদ্ধিকালীন সময় তাপমাত্রা ২২°-২৪° সে. এর মধ্যে থাকা আবশ্যক। বিশ্বের প্রায় ৯৫% ধান উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উৎপন্ন হয়।