Wi-Fi কভারেজ বিশিষ্ট অঞ্চলকে Wi-Fi জোন বলা হয়ে থাকে। Wi-Fi জোনে অনেক ডিভাইস যুক্ত হওয়ার মাধ্যমে LAN তৈরি হতে পারে। Wi-Fi জোনে নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় । কভারেজ এরিয়াতে পাসওয়ার্ড জুড়ে দেওয়ার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ডিভাইসগুলােকে Wi-Fi নেটওয়ার্ক হওয়া থেকে বিরত রাখা যেতে পারে। এছাড়াও ক্ষতিকর এবং ত্রুটিযুক্ত ওয়েবসাইটগুলােতে প্রবেশ বন্ধ করে দিয়ে Wi-Fi জোনের নিরাপত্তা নিশ্চিত করা যায়।