ওয়াইফাই ইউজ করলে মোবাইলের চার্জ কম যায় এবং ফোন কম গরম হয়। কিন্তু যখন মোবাইল ডেটা ইউজ করা হয় তখন তুলনামূলক চার্জ অনেক বেশী যায় এবং ফোনও গরম হয়। এরকম হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমনঃ
১) ওয়াইফাই এর ইন্টারনেট সাধারণত একটি নির্দিষ্ট রাউটারের মাধ্যমে আসে, যা আমাদের বাসা-বাড়ি বা অফিসেই থাকে। ফলে ফোনকে সিগন্যাল খুঁজতে বেশি পাওয়ার খরচ করতে হয় না। অন্যদিকে মোবাইল ডেটা ব্যবহার করার সময় ফোনকে নির্বিচ্ছিন্নভাবে একটি টাওয়ারের সাথে যুক্ত থাকতে হয়। টাওয়ার দূরে থাকলে বা সিগন্যাল দুর্বল হলে ফোনকে শক্তিশালী সিগন্যাল খুঁজে বের করতে হয়। এজন্য বেশি পাওয়ার খরচ করতে হয়। এজন্য ফোনের প্রসেসরকেও বেশি কাজ করতে হয় এজন্য ফোন গরম হয়ে যায়। খেয়াল করলে দেখবেন, যখন আপনার ফোনের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে তখন তুলনামুলক আপনার ফোনের চার্জ বেশি খরচ হবে।
২) ওয়াইফাই রাউটার অনেক কাছাকাছি থাকাইয় ডেটা ট্রান্সফারের সময় খুব বেশি পাওয়ার বা ব্যাটারি খরচ হয় না কিন্তু টাওয়ার অনেক দূরে থাকায় ফোন থেকে নির্বিচ্ছিন্নভাবে ডেটা ট্রান্সফারের জন্য তুলনা মুলক বেশি কাজ করতে হয় প্রসেসরকে। এজন্য পাওয়ারও বেশি খরচ হয় ও ফোন গরম হয়ে যায়।
৩) 4G বা 5G নেটওয়ার্ক অনেক বেশি গতিতে ডাটা ট্রান্সফার করে, এর ফলে প্রসেসরের উপর চাপ পড়ে এবং ব্যাটারি দ্রুত শেষ হয়। অন্য দিকে ওয়াইফাই অনেক কম শক্তি ব্যবহার করে থাকে এবং স্টেবল একটা কানেকশন পাওয়া যায়।
ScienceABC :
https://www.scienceabc.com/innovation/does-mobile-battery-drain-faster-on-mobile-data-or-wi-fi.html