বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়া যা ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হবে।ব্যাটারিটি ২০২২ সালের শুরুর দিকে তৈরির কাজ শুরু করবে প্রকল্পে অর্থায়নকারী সংস্থা নবায়নযোগ্য জ্বালানি তহবিল -সিইপি এনার্জি পিটিওয়াই।২০২২ সালেই এটি চালু করা হবে বলেও জানান তারা।
সূত্রঃ ব্লুমবার্গ,বাংলাদেশ প্রতিদিন