মানুষের পক্স কেন হয়?
আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-কাশি, জ্বরসহ নানারকম রোগে আক্রান্ত হয় মানুষ। এই সময়ে চিকেন পক্স বা জলবসন্ত রোগের প্রকোপ কিছুটা বাড়ে। এই রোগকে আমরা অনেকে বসন্ত রোগ বলি, তবে ডাক্তারি পরিভাষায় একে বলা হয় চিকেন পক্স। একে অনেকে জলবসন্তও বলেন। আর এক ধরনের পক্স আগে হতো। সেটা হল স্মল পক্স বা গুটিবসন্ত। এটা এখন আর হয় না।
চিকেন পক্স কেন হয়?
ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি ভাইরাস ঘটিত রোগ। ভ্যারিসেলা জস্টার (ভি-জেড ভাইরাস) নামে এক ধরনের ভাইরাসের জন্য এই রোগ হয়। অনুকূল আবহাওয়া পেলেই এই ভাইরাস সক্রিয় হয় ওঠে।