কথাটা সত্যি নয়।পক্স ছোঁয়াচে রোগ।একজনের হলে আশেপাশের মানুষের হওয়ার সম্ভাবনা থাকে।কিছু ক্ষেত্রে ভাইরাস শরীরের মধ্যে থেকে যায় পরবর্তীতে দেখা দেয় এই পক্স।পক্স হওয়ার জন্য আমাদের ইনফেক্টেড হতে হবেই!যদি না হয় কেউ বা পক্স প্রতিরোধ করার মত প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলে তার পক্স নাও হতে পারে!
আবার অনেকে যদি মারা যায় পক্স হওয়ার আগে তাহলেও বলতে পারব না যে তার পক্স হওয়ার সম্ভাবনা ছিল কিংবা ছিল না।এইটা পুরোপুরি একজন মানুষের ইমিউন সিস্টেম ও ইনফেক্টেড হবে বা হয়েছে কিনা তার উপর নির্ভর করবে!
তাই একজনের যে বাধ্যতামূলকভাবে হবে এমনটা সঠিক নয়!
আমারও এখনো হয় নি পক্স!হবে কিনা জানি না।