প্রায়ই বলতে শোনা যায় লজ্জায় মুখ লাল হয়ে গেছে।
এই সাধারণ ব্যাপারটির পেছনেও কিন্তু রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। আমাদের শরীরে নানা ধরণের গ্রন্থি রয়েছে। এসব গ্রন্থি থেকে পরিমাণমতো হরমোন বা গ্রন্থিরস বের হওয়ার কারণেই মূলত শরীরের বিভিন্ন অংশ ঠিকমতো কাজ করে।
কেউ যখন লজ্জা পায় কিংবা রেগে যায় তখন দেহের অ্যাডরিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন হৃদপিণ্ডের গতি, রক্তচাপ ও রক্তপ্রবাহের গতি বাড়িয়ে দেয়।মজার ব্যাপার হলো, এই অ্যাডরিনালিন শরীরের সব জায়গার রক্তনালীকে সংকুচিত করলেও, কেবলমাত্র মুখের চামড়ার নিচে থাকা রক্তজালিকাগুলোর ওপর এর প্রভাব নেই। অন্য রক্তনালীগুলো সংকুচিত হবার সঙ্গে সঙ্গে মুখের রক্তজালিকাগুলোর রক্তপ্রবাহ ও রক্তচাপ বেড়ে যায়। ফলে গাল, কপাল, থুতনি, ঘাড় এবং কানের কাছে ছড়িয়ে থাকা রক্তজালিকাগুলোতে রক্ত চলাচল একটু বেশী বেড়ে যায়। এই কারণেই মূলত মুখের রঙ লালচে দেখায়।
অনেকে আবার ভয় পেলে মুখ লাল হয়ে যায় এর কারণও সেই একই হরমোন ।
- দৈনিক অধিকার