মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. এদের দেহ নরম, অখন্ডায়িত এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট।
২. এরা দ্বি-পার্শ্বীয় প্রতিসম
৩. অঙ্কীয় দেহ প্রাচীরে মাংসল পদ রয়েছে।
৪. ম্যান্টল নামক দেহ আবরন থাকে।
৫. পরিপাক তন্ত্রে র‍্যাডূলা নামক অংশ রয়েছে
৬. শ্বসন অঙ্গ ফুলকা, ফুসফুস, ম্যান্টল।