অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. দেহ লম্বা,নলাকার এবং প্রকৃত সিলোম যুক্ত।
২. এরা দ্বি পার্শ্বীয় প্রতিসম।
৩. প্রকৃত খন্ডায়ন উপস্থিত।
৪. কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া রয়েছে।
৫. নেফ্রেডিয়া নামক প্যাঁচানো নালিকা এদের প্রধান রেচন অঙ্গ।
৬. দেহে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন উপস্থিত।
৭. জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা দেখা যায়।
যেমন: metaphire posthuma, hirudinaria manillensis