আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. দেহ খন্ডাকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত।
২. দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
৩. সন্ধিযুক্ত পা, এক জোড়া পুঞ্জাক্ষি ও মস্তকে ১-২ জোড়া এন্টেনা রয়েছে
৪. রেচন অঙ্গ ম্যালপজিয়ান নালিকা রয়েছে।
৫. কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে।
৬. কক্সাল, ম্যাক্সিলারি নামক গ্রন্থি রয়েছে।যেমন: periplaneta americana, musca domestica