নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. এদের দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুই দিক সুঁচালো।
২. এদের দেহ-গহ্বরকে স্যুডোসিলোম বলে।
৩. দেহ ইলাস্টিন (এক ধরনের প্রোটিন সংকোচিত, প্রসারিত করতে সাহায্য করে) নির্মিত কিউটিকলে আবৃত।
৪. কয়েকটি রেচননালি দিয়ে রেচনতন্ত্র গঠিত হয়।
৫. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
৬. শুধুমাত্র যৌন জনন ঘটে।
৭. এদের অধিকাংশই অন্তঃপরজীবিযেমন: Loa loa, Dracunculus medinensis