প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. এদের দেহ অখণ্ডিত, দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী।
৩. অযৌন ও যৌন পদ্ধতিতে জননকার্য সম্পূর্ণ করে।
৪. দেহ অ্যাসিলোমেট
৫. রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত।
৬. দেহ নরম, লম্বা, পৃষ্ঠ-অঙ্কীয় তল বরাবর পাতা বা ফিতার মত চ্যাপ্টা।
৭. দেহের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা নামক যোজক কলা থাকে
৮. পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
৯. জীবনচক্র একটি অথবা দুটি পোষকের মধ্যে ঘটে এবং একাধিক লার্ভা দশাযুক্ত।যেমন: Bipalium kewense, Fasciola hepatica