নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. দ্বিস্তরীয় প্রাণী অর্থাৎ এদের ভ্রূণ দ্বিস্তর বিশিষ্ট।
২. দু-স্তরের মাঝে মেসোগ্লিয়া থাকে যা অকোষীয়।
৩. দেহ অরীয় প্রতিসম।
৪. সিলেন্টেরন নামক গহ্বর রয়েছে।
৫. বিপুল সংখ্যক নিডোসাইট থাকে যা নেমাটোসিস্ট বহন করে।
৬. পলিপ ও মেডুসা দুই ধরণের দৈহিক গঠন দেখা যায়।
৭. বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয় প্রকার পরিপাক প্রক্রিয়া এদের দেহে দেখতে পাওয়া যায়।
৮. সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র নেই।