পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
১. এরা বহুকোষীয়, তবে কোষ গুলো সুবিন্যস্ত নয়।
২. টিস্যুতন্ত্র নেই।
৩. অস্টিয়া ও অস্ক্যুলাম নামক ছিদ্রযুক্ত থাকে।
৪. দৈহিক কাঠামো স্পিকিউল এবং স্পঞ্জিন দ্বারা গঠিত।
৫. পরিণত প্রাণীরা নিশ্চল অর্থাৎ কোন অবকাঠামোতে স্থায়ীভাবে আটকে থাকে।
৬. পানি প্রবাহের জন্য এদের বিশেষ নালিকাতন্ত্র রয়েছে।
৭. এদের এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে যা কোয়ানোসাইট নামে পরিচিত।
৮. এদের দেহ দেখতে অনেকটা গাছের ডাল পালার মত।
৯. এরা উভয় লিঙ্গ।