পিউট্রেসিন ও ক্যাডাভেরিনের মতো জৈবিক যৌগ শিরা-উপশিরায় ছড়িয়ে পড়লে, মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এই গন্ধই হলো মৃতদেহের অন্যতম বৈশিষ্ট্য। দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কারণে এতে আকৃষ্ট হয়ে বিভিন্ন পোকা-মাকড় আসে।
অতঃপর তারা মৃতদেহকে খাদ্যভাণ্ডার হিসেবে ব্যবহার করে।