Sumaiya Ahmed Rifa
অনেক শক্তি সম্পন্ন আয়োনাইজিং রেডিয়েশন ইফেক্ট শরীরের টিস্যু ক্ষয় হতে শুরু করে ডিনএনএ পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। ভাগ্যক্রমে আমাদের দেহ এই ড্যামেজ মেরামত করতে পারে। তবে যদি করতে না পারে তাহলে এর ফলে মৃত্যু বা ক্যান্সারে আক্রান্ত হওয়া নিশ্চিত।
শরীরে একবারে বেশি মাত্রায় রেডিয়েশন ঢুকে গেলে সেটা তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলে। যেমন: কোনো এটোমিক ব্লাস্টের কাছাকাছি থাকলে ত্বক পুড়ে যাওয়ার সাথে সাথে দীর্ঘদিন Acute radiation syndrome এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়াও, কম মাত্রায় রেডিয়েশন ঢুকে গেলে সেখান থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে। তবে, সেটা নির্ভর করে রেডিয়েশনের পরিমাণ এর ওপর। এটি দশমিক, পার্সেন্ট, ভগ্নাংশ দ্বারা পরিমাপ করা হয়। যারা আজীবন পারমাণবিক বোমা বা রেডিয়েশন ইন্ড্রাস্টির সাথে জড়িত তাদের ওপর পরীক্ষা করে দেখা গেছে এদের শরীরে রেডিয়েশন এক্সপোজার এর মাত্রা যতো বেড়েছে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ততোই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, রেডিয়েশন এক্সপোজার এর মাত্রার ওপর ক্যান্সারে আক্রান্ত হওয়া নির্ভর করে। নির্দিষ্ট পরিমানের কম থাকলে কোনো সমস্যা নাও হতে পারে জানিয়েছেন গবেষকরা।
©সুমাইয়া রিফা