- এ ধাপে ক্রোমাটিডগুলো মেরুতে পৌঁছে যায়।
- নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। ফলে নতুন দুইটি নিউক্লিয়াস তৈরি হয়।
- স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায় কিন্তু সেন্ট্রিওল রয়ে যায়।
- সাইটোপ্লাজমের ঘনত্ব কমে যায়।
- ক্রোমোসোম আগের মত সুতার আকৃতি নেয়।
- RNA তৈরির ফলে নিউক্লিওলাস পুনরায় দেখা যায়।