কোষ চক্রের একদম ছোট একটা অংশ হচ্ছে M phase। এই M phase এর জন্যই হলো M cyclin। তাই কোষ চক্রের বিরাট একটা সময় M cyclin এর পরিমাণ কম থাকে। কিন্তু যখন কোষ G2 থেকে M বা মাইটোসিসের দিকে যেতে থাকে, তখনই M cyclin এর পরিমাণ বেড়ে যায়। M cyclin এর এই পরিমাণ বেশ কিছু কাজের সহায়ক হয়। যেমন: নিউক্লিয়াসের মেমব্রেনের সাথে বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত হয়। এই প্রোটিন গুলো নিউক্লিয়ার মেমব্রেনকে ভেঙে দেয়।
- মেটাফেজের সময় হলে ক্রোমোসোম ঘনীভূত হতে সাহায্য করে।