যেহেতু “এজ” কথাটা নামের শেষে এসেই গেছে, তার মানে হচ্ছে এটা এক ধরনের এনজাইম। আর কাইনেজ নামের এনজাইমদের কাজই হলো, যেভাবে পারে তাদের টার্গেটের সাথে একটা ফসফেট যুক্ত করেই ছাড়বে। তাদের এই ফসফেট যুক্ত প্রক্রিয়াকে বলে ফসফোরাইলেশন।
আর নাম থেকেই বোঝা যাচ্ছে, তাদের এই ফসফোরাইলেশন নামক প্রক্রিয়াটা নির্ভর করে সাইক্লিন নামক কিছু একটার উপর। আসলে এই সাইক্লিন নামক যৌগটা হচ্ছে এক ধরনের প্রোটিন যা এই এনজাইমের সাথে যুক্ত হয়ে তাকে সক্রিয় বা এক্টিভেট করে। তখন এনজাইমটা ফসফোরাইলেশনের মাধ্যমে কোষকে সিগনাল পাঠায়, যে তার পরের ধাপে যাওয়ার সময় হয়েছে।