এইটি মূলত securin, S এবং M cyclins.ধ্বংস করে, এনাফেজ ধাপের সূচনা করে।
এছাড়াও এটি মেটাফেজের পর সিস্টার ক্রোমাটিডের মাঝখানের প্রোটিনকে (কোহেসিন) ধ্বংস করে দেয়। তখন আর এরা একসাথে থাকে না। এনাফেজের জন্য দুইটি ক্রোমাটিড দুই মেরুতে চলে যায়।
এই ধ্বংস করার কাজটা করে কিভাবে?
APC/C তার টার্গেটের সাথে Ubiquitin নামক প্রোটিন যুক্ত করে দেয়। টার্গেট হচ্ছে সিকিউরিন নামক প্রোটিন।
ইউবিকুইটিন যখন সিকিউরিনের সাথে যুক্ত হবে, সেটা চলে যাবে রিসাইকেল বিনে! তখন সেপারেজ নামক এনজাইম সক্রিয় হবে। সেটা ক্রোমোসোমের কোহেসিন প্রোটিনকে ধ্বংস করে। ফলে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়।
কোষ চক্রে আরেকজন আছেন, যার কাজ অনেক গুরুত্বপূর্ণ। তিনি হলেন p53। মাঝে মধ্যে কোষের DNA কপি করার সময় ভুল প্রিন্ট হয়ে যায়। এই ভুল DNA কে তো কোষে যেতে দেওয়া যাবে না। তাই p53 তখন Cyclin, cdk এনজাইমের সাথে যুক্ত হলে এর নাম হয়, Cyclin dependent kinase complex বা cdk complex।