পরিবেশে সব সময় বিভিন্ন রে ছড়িয়ে আছে আল্ট্রা ভায়োলেট , গামা রে ইত্যাদি এর সাথে সাথে আছে বেতার তোরঙ্গ ও মোবাইল টাওয়ার এর ফ্রিকয়েন্সি ।
সাধারণত ওয়ারলেস বলতে নেটওয়ার্ক বেতার তরঙ্গ ও মোবাইল টাওয়ার দ্বারা পরিচালিত গেজেট গুলি বোঝায় ।
১/অন্যন তরঙ্গের তুলনায় বেতার তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় পরিবেশে প্রভাব কম ও কম প্রভাব ফেলে ।
২/মোবাইল টাওয়ার ও মোবাইল থেকে বিকিরণ নিয়ন্ত্রণ করা হয় ।বিভিন্ন দেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয় মোবাইল টাওয়ার ফ্রিকয়েন্সি নির্ধারিত করেদেয় । যদিও নিয়ন্ত্রণেে্র ফলে পুুুরো পুরি সুরক্ষিত এমনটা নয়।
কিন্তু সম্প্রতি আমেরিকার একদল গবেষক বলছেন এই মোবাইল ও মোবাইল টাওয়ার বিকিরন ব্রেনটিউমার এর ঝুকি বাড়িয়ে দেয় ।এখোনো এই ওয়ারেলস এর প্রভাব নিয়ে গবেষণা চলছে ও বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।