Nahian Alam Rafi
মদে যেটা থাকে, সেটা হলো ইথাইল অ্যালকোহল। এই অ্যালকোহলের কার্বন সংখ্যা দুইটি। পৃথিবীতে যত প্রকার অ্যালকোহল আছে, তার মধ্যে ইথাইল অ্যালকোহল পানযোগ্য। স্যানিটাইজার হিসেবে যেই অ্যালকোহল ব্যবহৃত হয়, তাতে থাকে প্রোপাইল অ্যালকোহল। এটি তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এটি সম্পূর্ণ পানের অযোগ্য। বরং পান করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই এটা বোঝা গেলো সব অ্যালকোহল এক নয়। তাই মদকে স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা যাবে না।