এটা সম্ভব নাহ। কারণ ইলেক্ট্রিসিটি হিসাব করা হয় কিলোওয়াটআওয়ার (kwh) বা ইউনিট এ। এক্ষেত্রে ইউনিট হইল ভোল্টেজ, কারেন্ট আর সময় এর গুনফল।
এখন ঈল এর তৈরী করা বিদ্যুতের ভোল্টেজ বেশি হইলেও এর কারেন্টের পরিমান অত বেশি থাকেনা, আর এর ডিউরেশন ও অনেক কম সময় থাকে৷ যার ফলে মোট উৎপন্ন বিদ্যুৎ অনেক কম হয় হিসাব করলে।
আর ঈল তো সবসময় এটা তৈরী ও করেনা। তাই দেখা যাবে উৎপাদন খরচ আরো বেশি পড়ে যাবে এভাবে চিন্তা করলে।
@Mujahidul Alom Akash