পানি বিদ্যুৎ পরিবহন করে, এইটা পুরোপুরি সঠিক নয়। আমরা যেসব পানি ব্যবহার করি, এগুলো বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না।
খাবার খনিজ পানিতে অনেক লবণের আয়ন থাকে, যেগুলোর জন্য পানি বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু যদি distilled ও deionized পানি বিদ্যুৎ অপরিবাহী। এধরনের পানি ডাই ইলেকট্রিক হিসাবে ব্যবহার করা হয়।