Zaima Ferdous Neha- এনামেল হচ্ছে সবচেয়ে শক্ত একটি উপাদান যা আমাদের দাঁতে রয়েছে। এই এনামেলের কারণেই দাঁতের অভ্যন্তরীণ টিস্যু গুলো তাঁপ অথবা যেকোনো আঘাত ও সেন্সিটিভিটি থেকে রক্ষা পায়। এই এনামেল ৯৫% ক্যালসিয়াম ও ৯৮% ফসফেট আয়ন দ্বারা গঠিত hydroxyapatite crystals এর কারণে এত শক্ত। দেহের অন্যান্য অঙ্গে এনামেল নেই বলে দেহের অন্যান্য অঙ্গের তাপ সহন ক্ষমতা বা যেকোনো ধরনের সেন্সিটিভিটি দাঁতের তুলনায় কম।