ছোটোবেলায় আমরা একটু মোটাসোটা থাকলে আমাদের হাড়ের ঘনত্ব বেশি বা ভর বেশি হয় আব্র চিকন থাকলে হালকা বা হাড়ের ঘনত্ব কম থাকে।
বড় হয়ে চিকন হলে দেখতে হবে হাড়ের ভর কার বেশি!
আর এই কথাটা সত্যি।ছেলেদের হাড় জানি মেয়েদের থেকে একটু শক্ত বা ভারি হয় তাই আমাদের মত সমপরিমাণ স্বাস্থ্যের ছেলেদের ভর আমাদের থেকে বেশি হতেও দেখা যায়।আবার উচ্চতাও এই ক্ষেত্রে প্রভাব ফেলে।