মহাবিশ্বের বেশিরভাগ বস্তু কেন গোলাকার?
মহাবিশ্ব অর্থাৎ মহাজাগত-এর সকল বস্তু অর্থাৎ মহাজাগতিক সকল বস্তু গোল হয় তাদের নিজস্ব অভিকর্ষ বলের কারনে।
এক কথায় বললে, সেল্ফ গ্র্যাভিটি। বা নিজস্ব কেন্দ্রমুখী আকর্ষনের জন্যে। কোন গ্রহ যখন সৃষ্টি হয় তখন তা মুলত থাকে কোন পাথুরে পিন্ডের সমন্বয়৷ আকর্ষনের জন্যে এরা তার চার পাশের বস্তুকে আকর্ষন করতে থাকে যা মুলত ধুলিকনা, বা গ্যাস বা ছোট খাটো পাথরও হতে পারে। আকর্ষনের কারনে যখন সেগুলো গ্রহগুলোর ছোট অবস্থায় থাকতে সংযুক্ত হয় তখন তার ভর বৃদ্ধি পায়, আকর্ষন বাড়ে। আর এর চাপ বাড়ে কেন্দ্রে। অর্থ্যাৎ ভর যতো বাড়তে থাকে কেন্দ্রমুখী আকর্ষনও হয় ততো বেশী। যার জন্যে বস্তুগুলো যতটুকু সম্ভব চেষ্টা করে কেন্দ্রের দিকে আটসাট ভাবে থাকার জন্যে, আর এতে উপাদানগুলোর অবস্থা হয় এমন যে কেন্দ্র থেকে বস্তুগুলোর দূরত্ব থাকে সবচেয়ে কম। আর গোলাকার আকৃতিতেই সম্ভব আপেক্ষিকভাবে কেন্দ্র থেকে সকল বস্তুকনাগুলোর দুরত্ব সবচেয়ে কম থাকা। এজন্যেই গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলো হয় সাধারনত গোলাকার।