পিঁপড়া হল ফর্মিসিডি গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। পিঁপড়া এদের ঘনিষ্ঠ প্রজাতি বোলতা ও মৌমাছির মত একই বর্গ হাইমেনপ্টেরার অন্তর্গত।এখন পর্যন্ত জানা প্রায় ২২,০০০ পিঁপড়া প্রজাতির মধ্যে ১২,৫০০ টির শ্রেণিবিন্যাস করা হয়েছে। কনুই-সদৃশ শুঙ্গ এবং গ্রন্থির মত যে কাঠামো দিয়ে তার সরু কোমর গঠিত হয় তার মাধ্যমে পিঁপড়াকে সহজেই শনাক্ত করা যায়।
পিঁপড়ার কামড়ে আপনার দেহে ফরমিক এসিড (HOOC-COOH) নামে এক ধরনের এসিড প্রবেশ করে। হঠাৎ করে এই রাসায়ানিক উপাদান দেহে প্রবেশের ফলে ফুলে যায় এবং জ্বালা পোড়া করে।
©