লাল এবং কালো দুই রঙের পিপড়াই আমাদেরকে কামড় দেয়। কিন্তু লাল পিঁপড়ায় বিদ্যমান ফরমিক এসিডের প্রভাবে, যখন লাল পিপড়া কামড় দেয় তখন আমরা বুঝতে পারি। কিন্তু কালো পিঁপড়ায় এই এসিড নেই ফলে এই পিঁপড়া কামড় দিলেও আমরা অনুভব করতে পারিনা। তাই আমাদের মনে হয় যে কালো পিঁপড়া কামড়া।