মাধ্যাকর্ষণ বলয়ের বাইরে যেহেতু পানি নিজে নিজে প্রবাহিত হতে পারে না, তাই নভোযানে কোনো সিংক বা শাওয়ারের ব্যবস্থা নেই। তাহলে নভোচারীরা কীভাবে নিজেদের পরিষ্কার রাখেন। এ প্রশ্নটির উত্তরে ডিসকভারি জানিয়েছে, নভোযানে শাওয়ার হচ্ছে প্লাস্টিক সিলিন্ডার। এ ছাড়াও নভোচারীরা অ্যালকোহল বা পানিতে ভেজা তোয়ালে ব্যবহার করেন। মাথা পরিষ্কার করার জন্য পানিবিহীন শ্যাম্পু ব্যবহার করতে হয় তাদের। নিজেকে এভাবে পরিষ্কার করা শেষ হলে নভোচারীরা শুকনো টাওয়েল ব্যবহার করেন। শরীর পরিষ্কারের ক্ষেত্রেও তারা পানিবিহীন শ্যাম্পু, ভেজা তোয়ালেতে মাখিয়ে প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করেন।