শীতপ্রধান দেশগুলোতে প্রায়ই বরফ ঝড় হওয়ায় রাস্তাঘাট, রেলপথ বরফে ঢেকে যায়। এগুলো অপসারণের বা প্রতিকারের পদ্ধতি হলো ডি-আইসিং (De-icing) এবং এ্যন্টি-আইসিং (Anti-icing)। ডি-আইসিং পদ্ধতিতে লবণের সাহায্যে বরফকে গলিয়ে ফেলে রাস্তা পরিষ্কার করা হয়। লবণ বরফ গলনের তাপমাত্রাকে কমিয়ে দেয়। এক্ষেত্রে সাধারণত খাবার লবণ (NaCl) ব্যবহার করা হয় যা বরফ গলন তাপমাত্রা-১৮ °C তে নামিয়ে নিয়ে আসে ফলে বরফ সহজে গলে যায়। বর্তমানে ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করা হয় যা গলন তাপমাত্রাকে আরও কমিয়ে দেয়। এন্টি-আইসিং পদ্ধতিতে বরফ জড় হওয়ার আগে রাস্তায় লবণ বিছিয়ে দেয়া হয় যা বরফ গঠন করতে দেয় না। শীতপ্রধান দেশে নিম্ন তাপমাত্রার কারনে পাইপ লাইন, ইঞ্জিনে জ্বালানিতে মিশ্রিত পানি কঠিন অবস্থা ধারণ করে। জ্বালানিতে সঠিক মাত্রায় অ্যালকোহল যোগ করলে এই সমস্যা নিরসন হয়। কিন্তু অ্যালকোহল মিশাতে নিরুৎসাহিত করা হয় এবং অন্য লাভজনক ডি-আইসিং পদ্ধতি ব্যবহার করতে উৎসাহ প্রদান করা হয়।