না, পর্যাপ্ত খাবার পেলেও তিমি ডাঙায় বেচেঁ থাকতে পারবে না।
এর কারণ তিমি বাতাস থেকে শ্বাস নিয়ে থাকলেও এর দেহের চর্বি থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। দেহের এই তাপ শোষন করার মাধ্যমে পানি তিমির দেহের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখে। আবার তিমি সবচেয়ে বৃহৎ জলজ স্তন্যপায়ী, ফলে সে ডাঙায় চলাচল করতে পারবে। এজন্য একটি তিমি পর্যাপ্ত খাদ্য পেলেও বড়জোর কিছু ঘণ্টাই ডাঙায় বেচেঁ থাকতে পারবে