পুরাতন ফেসবুক আইডির অনেক সুবিধা আছে। যেমনঃ
- এই আইডি একবার সব কিছু যদি সাজানো গোছানো হয়ে যায় তবে বহিরাগত হিংসাত্বক রিপোর্ট এর হাত থেকে বাচা যেতে পারে।
- এই আইডিতে অনেক ফলোয়ার থাকা স্বাভাবিক। তাই যে কোন পোস্ট হলেই অধিক প্রতিক্রিয়া ও শেয়ার হওয়ার সম্ভাবনা থাকে।
- দীর্ঘদিন এক্টিভ থাকার পর যদি যথাযথ নিয়মে ব্লু ব্যজের জন্য আবেদন করা হয় তবে সেক্ষেত্রে অনেক এগিয়ে থাকা যায়। বলে রাখা ভাল আইডিটির মালিকানা সত্য হতে হবে। কোন ফেক একাউন্ট গ্রহণ যোগ্য নয়।
- বর্তমান নিউ আইডি ওপেন করতে বেশ ঝামেলা পোহাতে হয়। কিন্তু পুরাতন গুলা এসব থেকে মুক্ত। ইত্যাদি সুবাধি আপনি পুরাতন ফেবু আইডি থেকে পেয়ে থাকবেন। আরো আছে যা এখন মনে আসছে না। তবে বলে রাখা ভাল এই পুরাতন আইডির খোজ করতে গিয়ে যেন কোন হ্যাকিং, স্প্যামিং বা ফিশিং এর হেল্প নিয়েন না। তাহলে একবার ধরা খাইলে জীবন যৌবন সব বরবাদ। অনেক বিক্রেতা আছে যারা পুরাতন আইডি বিক্রি করে থাকে আপনি তাদের কাছ থেকে কিনতে পারেন তবে আইডি টি যে তার সেই সত্যতা যাচাই করে নিবেন।
- মো. মাহদী