তারা আসলে মিটমিট করে না, আমরা পৃথিবী থেকে ওটা ওরকম দেখতে পাই। এই ব্যাপারটা হয় আলোর প্রতিসরণের ফলে।
আলোর প্রতিসরণ কি?
আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন ঘনত্বের পার্থক্যের জন্য আলোর প্রতিসরণ হয়। উদাহরণ স্বরূপ, আলো যদি হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম জলে যায়, তাহলে তা বেঁকে গিয়ে অভিলম্বের দিকে চলে যায়। আবার যদি আলো জল থেকে বায়ুতে যায়, তখন তা বেঁকে গিয়ে অভিলম্বের থেকে একটু দূরে সরে যায়।
এই প্রতিসরণের কারণে কি হয়, আমরা যদি জলের ওপর থেকে জলের মধ্যে কিছু দেখতে চাই, তাহলে সেটি আমরা সঠিক জায়গা থেকে একটু ওপরে দেখব।ব্যাপারটা এরকম।
তারা মিটমিট করে কেন?
তারার আলো যখন পৃথিবীতে আসে তখন তাকে বায়ুমণ্ডল ভেদ করে আসতে হয়। বায়ুমণ্ডলে অনেক রকম গ্যাস আছে, তাপমাত্রার তারতম্য আছে, তাই সেই মাধ্যমের ঘনত্বের পার্থক্য আমরা এখানে পাচ্ছি। সেই কারণে এই তারার আলো বারবার তার দিক বদল করে, এই প্রতিসরণের জন্য। আগে যে ছবিটি দিলাম, ওইভাবেই বারবার সেই আলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। সেই জন্য আমাদের দেখে মনে হয় যে তারা মিটমিট করে জ্বলছে।
কোরা