বায়ুমন্ডলের জন্য।
বায়ুমন্ডলের সব স্তরে ঘনত্ব সমান না। নক্ষত্রগুলোর আলো পৃথিবীতে প্রবেশ করতে এই বায়ুমন্ডলকে অতিক্রম করতে হয়। ঘনত্বের তারতম্যের কারণে স্তরগুলোতে আলো বার বার বেঁকে যায় এবং আমরা দেখি তারাগুলো জ্বলজ্বল করছে।পৃথিবীর বাইরে গেলে এমন মিটমিট বা জ্বলজ্বল দেখা যাবেনা।