রাশিক আজমাইন : তারা বা নক্ষত্রের বেশিরভাগই পৃথিবীর চেয়ে বড় ৷ তবে পৃথিবীর চেয়ে ছোট নক্ষত্রও হতে পারে ৷ আমাদের অতি পরিচিত লুব্ধক নক্ষত্র (Sirius) প্রকৃতপক্ষে একটা জোড়া নক্ষত্রের ব্যবস্থা ৷ আমরা জোড়ার সবচেয়ে বড়টা বা Sirius A দেখতে পাই ৷ জোড়ার অন্য সদস্য Sirius B এর ব্যাসার্ধ মাত্র ৫,৮৫০ কিলোমিটার ৷ পৃথিবীর ব্যাসার্ধ ৬,৩৭১ কিলোমিটার ৷ তাই এটা পৃথিবীর চেয়ে ছোট ৷ কিন্তু এর ভর সূর্যের ভরের চেয়ে কিছু বেশি কারণ এর ঘনত্ব অনেক ৷