দিনে সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় ৷ রাতে চাঁদ থাকলে সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে পড়ে ৷ তখন জ্যোৎস্না হয় ৷ ঠিক একইভাবে সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে চাঁদেও পড়ে ৷ সাধারণত প্রথমার্ধ দশা (First quarter) বা দ্বিতীয়ার্ধ দশা (Last quarter) অথবা চাঁদ অর্ধেকের কম (Waxing cresent বা Waning crescent) থাকলে আমরা খালি চোখে সরাসরি সূর্যের আলোয় আলোকিত অংশটুকু দেখতে পাবো ৷ যতটুকু দেখা যায় না ঐটুকু চাঁদের রাতের অংশ ৷ পৃথিবীতে ঐ সময় যেখানে দিন সেখান থেকে সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে চাঁদে পড়ে ৷ এই ক্ষীণ আলোতে চাঁদের রাতের অংশ আলোকিত হয় ৷ একে আর্থশাইন বলে। এই আলো এত ক্ষীণ যে খালি চোখে বোঝা যায় না কিন্তু ক্যামেরায় যথেষ্ট শাটার স্পিড দিয়ে ছবি তুললে তাতে দেখা যায় ৷
- রাশিক আজমাইন