কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী নূন্যতম দূরত্ব অর্থাৎ সরল রৈখিক দূরত্বই হচ্ছে সরণ। বস্তুর সরণ গতিপথ এর উপর নির্ভর করে না। বৃত্তাকার পথে গতিশীল কোন বস্তু সমগ্র বৃত্তাকার পথ একবার ঘুরে আসলে বস্তুটির প্রকৃতপক্ষে কোন সরণ হয় না। কেননা সে ক্ষেত্রে বস্তুটির আদি অবসস্থান ও শেষ অবস্থান একই হবে। অর্থাৎ আদি ও শেষ অবস্থানের মধ্যে কোন দূরত্ব থাকবে না। তাই একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে এর সরণ শূন্য হবে।