চুন হলো CaO ক্ষার যা পানির সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে ফলে পানি ফুটতে থাকে।
CaO + H2O -----> Ca(OH)2 + 64 kj
বিক্রিয়াটি একটি তাপ উৎপাদি বিক্রিয়া। এতে বিক্রিয়কের বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি উৎপাদের বন্ধন গড়ার ফলে নির্গত শক্তির তুলনায় কম।
* CaO এর বন্ধন ভাঙতে শক্তি লাগে -635 kj/mol
* H2O এর বন্ধন ভাঙতে শক্তি লাগে -286 kj/mol
* Ca(OH)2 এর বন্ধন গড়ায় নির্গত শক্তি -985 kj/mol
★ নিট শক্তি হয় [-985 - (-635-286) ] kj/mol
= -64 kj/mol
অতএব বিক্রিয়া শেষে প্রতি মোলে 64 kj তাপ পরিবেশে নির্গত হয়। যা প্রতি লিটার পানির তাপমাত্রা প্রায় 16 ° c বৃদ্ধি করে। যত বেশি চুন মেশানো হয় পানির তাপমাত্রা তত বেশি হয়। এই নির্গত শক্তির ফলে চুন মেশালে পানি ফুটতে থাকে।