ক্যান্সার হলো কোষের অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন।
একজন মানুষের শিশু বয়সের হৃদপিন্ডের আকার এবং প্রাপ্তবয়স্ক হৃদপিন্ডের আকার প্রায় সমান।তাই বোঝাই যাচ্ছে হৃদপিন্ডে মাইটোসিস বিভাজন খুব কম হয়।একারনে হৃদপিন্ডে ক্যান্সার হবার আশংকা খুবই কম।তবে তা অসম্ভবও নয়।
হৃদপিন্ডে ক্যান্সার হয় মাত্র 0.005% মানুষের।