আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলো বিভাজিত হয় বলে সেইসব অঙ্গ বাড়তে থাকে। কিন্তু এই কোষগুলোর বিভাজন একসময় থেমে যায় কারণ কোষের ভিতরেই সংকেত দেওয়া থাকে যে কোষটি কতদিন পর্যন্ত বৃদ্ধি পাবে। আর এই সংকেত যদি নষ্ট হয়ে যায় তবে কোষটি বিভাজিত হতে হতে টিউমার সেলে পরিণত হয় যা পরবর্তিতে বিভাজিত হয়ে ক্যান্সার সেল সৃষ্টি করে। ফলে সেই অঙ্গের ক্যান্সার হয় বলে গণ্য করা হয়।
কিন্তু পুরো দেহের মধ্যে হার্টই হচ্ছে একমাত্র অঙ্গ, যার কোষগুলো কখনো বিভক্ত হয় না। এ কারণেই সাধারণত হার্ট ক্যান্সার হয় না। শুধু মায়ের গর্ভে থাকার সময় শিশুর হার্টসেলগুলো বিভক্ত হয়ে বাড়তে থাকে। এ সময় খুব কম সংখ্যক শিশুর হার্টে ক্যান্সার হতে পারে। কিন্তু শিশুর জন্মের ঠিক আগেই তার হার্টের কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। ফলে মায়ের গর্ভে যদি শিশুর টিউমারও হয়ে থাকে তবুও আর সেটা বাড়তে পারে না।
বাকি আরও কিছু উত্তর এখানে-https://www.facebook.com/groups/sciencebeefamily/permalink/2768272519885978/