Towfiq E Elahi - প্রতিযোগিতার সময় সাধারণত আমরা নার্ভাস থাকি। আমরা যখন নার্ভাস বা আতঙ্কিত হই আমাদের দেহের পেশিগুলো তখন উত্তেজনায় টানটান বা কঠিন হয়ে পড়ে। আর এমনই একটি পেশি হচ্ছে মূত্রথলি। যখনই আমরা উত্তেজিত বা আতঙ্কিত হয়ে পড়ি তখন এই পেশির টানের কারণেই মূত্রত্যাগের আকাঙ্খা বৃদ্ধি পায়।
আবার, জরুরি অবস্থায় আমাদের মস্তিষ্ক তখন অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। মানসিক চাপের মধ্যে থাকলে কখনো কখনো বৃক্কের মূত্র উৎপাদনের পরিমাণও বেড়ে যায়। এটিও আতঙ্কিত অবস্থায় অধিক মূত্রত্যাগের আকাঙ্খার কারণ হতে পারে।
LiveScience