মাঝে মাঝেই কুকুর এক পা তুলে প্রসাব করে। এই কাজের মধ্য দিয়ে তারা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে। এই এলাকা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি নারী- পুরুষ উভয় প্রকার কুকুরই করে থাকে। এলাকা চিহ্নিতকরণের মধ্য দিয়ে নিচের উদ্দেশ্যগুলো সাধিত হতে পারে।
১। ডমিনেন্স এরিয়া বা আধিপত্য বিস্তারের এলাকা।
২। বিপরীত লিঙ্গের কুকুরকে আকৃষ্ট করা।
৩। অন্যান্য কুকুরের সাথে সামাজিক যোগাযোগ স্থাপন করা।
৪। শারীরিক অসুস্থতা।
খেয়াল করলে দেখবেন যে, কুকুর সাধারণত উলম্ব (vertical) জায়গা যেমনঃ গাছ, বিদ্যুতের খুঁটি ইত্যাদি জায়গায় প্রসাব করে। কারণ যত উঁচু জায়গায় মুত্র পতিত হবে তত বেশিদূর গন্ধ ছড়াতে পারবে। উল্লেখ্য কুকুরের এই মূত্রত্যাগের ব্যাপারটি তাদের জন্মগত বৈশিষ্ট্য। মূত্রের মাধ্যমে এলাকা চিহ্নিতকরণের এই ব্যাপারটি ভালুক, নেকড়ে, বাঘ প্রভৃতি প্রাণীর মধ্যে দেখা যায়। তাই এটাকে খুব বেশি ঘৃণা করার কোন কারণ নেই।
- তৌশিক (KUET)